ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়াকে হত্যার ইসরাইলের চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে কাতারের দোহায় হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় তার (খলিল আল-হাইয়া) ছেলে নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস এ তথ্য জানিয়েছে। খবর মেহের’র। বিবৃতিতে বলা হয়েছে, খলিল আল-হাইয়া দোহায় ইসরাইলি হামলায় শহীদ হনননি। তিনি ইসরাইলি বাহিনীর হত্যাচেষ্টায় বেঁচে গেছেন। হামাস বলেছে, খলিল আল-হাইয়া শুক্রবার তার ছেলের জানাজায় অংশ নিয়েছেন, যা প্রমাণ করে যে চলতি সপ্তাহের শুরুতে কাতারের দোহায় তার বাসভবনে ইসরাইলি বিমান হামলা ব্যর্থ হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনইসরাইলি হামলার দুদিন পরেই ট্রাম্পের নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী এর আগে হামাস এক বিবৃতিতে বলেছিল, হামাসের আলোচক দলের সদস্যদের হত্যার ইসরাইলের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তবে দোহায় হামাস নেতৃত্বের কার্যালয়ে ইসরাইলি হামলায় কয়েকজনের মৃত্যু হয়েছে। ইসরাইলের...