শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টায় এ ঘটনা ঘটে। অভিনেত্রীর বরেলীর বাড়িতে মোটরবাইকে করে অজ্ঞাতপরিচয়ের দুই ব্যক্তি প্রায় ১০ থেকে ১২ রাউন্ড গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা যায়। যদিও এই ঘটনায় কারও আহত হওয়ার খবর শোনা যায়নি।তবে দিশার ওপর কেন এই আক্রমণ?ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দিন কয়েক আগে অনিরুদ্ধাচার্যের ওপরে এবার ক্ষোভ উগরে দেন দিশা পাটানির দিদি খুশবু পাটানি। খুশবু পেশায় প্রাক্তন সেনা কর্মকর্তা। সামাজিকমাধ্যমে তিনিও বেশ পরিচিত। সম্প্রতি এক জায়গায় অনিরুদ্ধাচার্য কিছু মন্তব্য করেন বিয়ের আগে একসঙ্গে থাকা নারীদের নিয়ে। সেই মন্তব্য ঘিরেই শুরু হয় বিতর্কের সূত্রপাত।আরও জানা যায়, একটি ধর্মীয় সভায় বর্তমান যুগের সম্পর্ক নিয়ে আলোচনা করছিলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য। সেখানে তিনি বলেন, আজকালকার পুরুষেরা ২৫ বছরের আশপাশের মহিলাদের সঙ্গী হিসাবে খুঁজে বের করেন। কিন্তু এই মহিলারা তত...