শিশু হঠাৎ করে দুর্বল হয়ে পড়ছে? খেলাধুলায় মন নেই, সবসময় ক্লান্ত, মেজাজ খিটখিটে? এসব পরিবর্তনের পেছনে লুকিয়ে থাকতে পারে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া।আরও পড়ুন :ওয়ান টাইম কাপে চা-কফি খেলে কি সত্যিই স্বাস্থ্যঝুঁকি বাড়ে?আরও পড়ুন :কোমল পানীয় বেশি খেলে বাড়তে পারে চুল পড়ার ঝুঁকিঅনেকেই ভাবেন, রক্তশূন্যতা শুধু বড়দের হয়। কিন্তু বাস্তবে শিশুরাও এই সমস্যায় ভোগে, আর সময়মতো খেয়াল না করলে সমস্যা হতে পারে আরও বড়। স্বাস্থ্য অধিদপ্তরের ডা. ফারাহ দোলা শিশুদের রক্তশূন্যতা নিয়ে জানিয়েছেন বিস্তারিত তথ্য।খাবার ঘর ছোট? সমস্যা নেই, সাজান বুঝেশুনেরক্তশূন্যতা আসলে কীশুধু রক্তের পরিমাণ কম থাকলেই রক্তশূন্যতা হয় না। বরং হিমোগ্লোবিন নামক প্রোটিন যদি বয়স ও লিঙ্গ অনুযায়ী কমে যায়, তখনই ধরা পড়ে এই সমস্যা।হিমোগ্লোবিনের কাজ হলো শরীরের বিভিন্ন অঙ্গে অক্সিজেন পৌঁছে দেওয়া। তাই হিমোগ্লোবিন কম থাকলে শরীর ঠিকমতো কাজ...