জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে তৃতীয় দিনের মতো ভোট গণনা চলছে। কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৮টির গণনা শেষ হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের অভিজ্ঞতাও কম। তবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না। আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ আটটি হলের অনানুষ্ঠানিক ফলাফল পাওয়া গেছে। তাতে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থী আরিফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ছাত্রশিবির মনোনীত প্যানেলের মো. মাজহারুল ইসলাম, নিকটতম...