এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জান্নাতুল ফেরদৌস মৌমিতার মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি তার নিজ বাড়িতে পৌঁছায়। এ সময় শোকের ছায়া নেমে আসে। বাবা-মা ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। পরিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে পারিবারিকভাবে বিয়ের রেজিষ্ট্রি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার। পরিবারের আশা ছিল একমাত্র মেয়েকে জাকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শ্বশুরবাড়িতে পাঠানোর, কিন্তু তা আর হলো না। মাত্র ৩০ বছর বয়সেই পরপারে পাড়ি জমালেন তিনি। ১৯৯৫ সালে জন্ম জান্নাতুল ফেরদৌস মৌমিতার। ২০০৯ সালে পাবনা...