রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে স্থানীয় সময় আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। খবর এপির। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১১১.৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ছিল ৩৯ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর প্রাথমিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা বার্তা জারি করা হয়েছিল। তবে, পরে এই সতর্কতা বাতিল করে দেওয়া হয়। জাপান আবহাওয়া সংস্থাও উপকূলীয়...