পাকিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে সালমান আগার দল ৯৩ রানের জয় তুলে নেয়। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ছিল ধীরগতির। দলীয় ৪ রানে সাইম আইয়ুব আউট হলে প্রথম ৫ ওভারে মাত্র ৩১ রান আসে। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহান গড়েন ৮৫ রানের জুটি। ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় হারিস খেলেন সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস, যা তাকে টানা ব্যর্থতার পর স্বস্তি এনে দেয়। ফারহান যোগ করেন ২৯ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজের ১০ বলে ১৯ রানের ছোট্ট ক্যামিওতে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৭ রান। ওমানের শাহ ফয়সাল ও আমির কালিম ৩টি করে উইকেট নেন। জবাবে...