রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এমফিল, পিএইচডি ও পোস্ট-ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হওয়া ২০৫ গবেষক চরম অনিশ্চয়তায় পড়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভূতাপেক্ষ অনুমোদনের আবেদন দুবার ফিরিয়ে দেওয়ায় ডিগ্রি ঝুলে গেছে তাদের। জানা যায়, অনুমোদন ছাড়াই ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ড. ওয়াজেদ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটের (বর্তমান ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স) অধীনে মোট ২০৫ গবেষক ভর্তি হন। তবে ইনস্টিটিউটের আনুষ্ঠানিক অনুমোদন মেলে অনেক পরে, ২০২৪ সালের ১৬ মে। ফলে এর আগে ভর্তি হওয়া গবেষকরা ডিগ্রি অর্জনের সুযোগ হারানোর ঝুঁকিতে আছেন। ইউজিসি গত ২০ এপ্রিল ও ৪ সেপ্টেম্বর চিঠি দিয়ে স্পষ্ট জানায়, ভূতাপেক্ষ অনুমোদনের কোনো সুযোগ নেই। এর ফলে অনেক গবেষক, যারা দীর্ঘদিন ধরে গবেষণা করছেন বা ইতোমধ্যে থিসিস জমা দিয়েছেন, তারা সময় ও অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,...