চট্টগ্রাম:প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা শুঁটকি ব্যবসার প্রাণকেন্দ্র চট্টগ্রামের আসাদগঞ্জ শুঁটকি পট্টি হারায়নি জৌলুস। শতাব্দী প্রাচীন এই বাজারে প্রতিদিন আনাগোনা হয় হাজারও মানুষের। চট্টগ্রামের উপকূল, সুন্দরবনের দুবলার চর, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ ও হাতিয়া থেকে লইট্টা, চিংড়ি, কোরাল, রূপচাঁদা, ইলিশ থেকে শুরু করে হরেক রকম শুঁটকি আসে এ আড়তে। দেশের বৃহত্তম শুঁটকি বাজার হওয়ায় এখানে বিভিন্ন জেলার পাইকারি ক্রেতারাও আসেন।প্রতিদিন হয় কোটি টাকার লেনদেন। এই এলাকায় ঢুকলেই ভেসে আসে নোনতা-তীব্র গন্ধ। প্রথম কেউ গেলে অস্বস্তি বোধ করলেও ব্যবসায়ীদের কাছে এই শুঁটকিই জীবিকার অবলম্বন। ভোর থেকেই শুরু হয় বেচাকেনা। বাজারের প্রতিটি দোকানে ঝুলছে বড় বড় বস্তা, খোলা জায়গায় বস্তায় কিংবা টুকরিতে সাজানো শুঁটকি। তাই আসাদগঞ্জের মানেই যেন শুঁটকির এক আলাদা জগত। শুধু দেশিয় বাজার নয়, আসাদগঞ্জের শুঁটকি রপ্তানি হয় মধ্যপ্রাচ্য, ইউরোপ...