ফাতিমা রশীদের বয়স তখন ২৯ বছর। হঠাৎই তাঁর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এমনটা কেন হলো, বুঝতে পারলেন না। ওজন নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর জীবন যাপন করেন, মেপে খাওয়াদাওয়া করেন, নানা ধরনের খেলাধুলার সঙ্গে যুক্ত। তাহলে উচ্চ রক্তচাপ কেন হলো? 'কারণ খুঁজে না পেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা শুরু করলাম। জীবনযাপনে কিছু পরিবর্তন আনতে হলো। এই করে করেই দিন কাটতে থাকল,' বলছিলেন ফাতিমা। বছর চারেক পর শারীরিক জটিলতা নিয়ে একদিন চিকিৎসকের কাছে যেতে হলো। সব পরীক্ষার পর চিকিৎসক দুটি খবর দিলেন, একটা সুসংবাদ, আরেকটা দুঃসংবাদ। 'তুমি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা,' জানানোর পর বললেন, 'তোমার কিডনি ফেইলিউর। স্টেজ ৩বি।' মাথায় আকাশ ভেঙে পড়ল। অনাগত সন্তানের কথা ভেবে অস্থির হয়ে পড়লেন ফাতিমা। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণটাও এত দিনে বুঝতে পারলেন। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও শর্করার কারণে...