যখন কোনও চিত্রগ্রাহক তার তোলা ছবির প্রদর্শনীর কথা বলতে গিয়ে বলেন, এখানে আমার কথা নেই, এখানে জার্নিটা আসলে ক্যামেরার। তখন খটকা লাগে। তিনি বলেন, ‘আমার একটা ছোট ক্যামেরা ছিল, আর তাকে সাথে নিয়ে আমার নানা জায়গায় ঘোরার গল্প ছিল। সেই ক্যামেরাটা যেখানে গেছে সেখানে ছবি তুলেছে, সে তার জার্নিটা ধরে রাখতে পেরেছে।’ কথাগুলো বলছিলেন ঢাকা থেকে মালয়েশিয়ায় চলচ্চিত্র বিষয়ে পড়তে যাওয়া ফটোগ্রাফার রাফিউল হাসান রিভু। এরকম নানা স্বপ্ন নিয়ে ছুটে চলা চার তরুণের ফটোগ্রাফির দুইদিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। তারা হলেন রাফিউল হাসান রিভু, দুর্জয় ইমতিয়াজ, প্রত্যয় ও নাছিরা সিদ্দীকা স্মৃতি। দুর্জয় ইমতিয়াজ ভারতে ফিল্ম নিয়ে পড়ছেন, প্রত্যয় ইউল্যাবে পড়ালেখা শেষ করে ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কাজ করছেন। রাজধানীর লালমাটিয়ায় শুরু হওয়া এই ফটোগ্রাফি প্রদর্শনী- ‘ফেসেস অ্যান্ড প্লেসেস’ চলবে শনিবার (১৩ সেপ্টেম্বর)...