মানবিক সহায়তা মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা এলাকায় প্রায় ৫০০ যাত্রী বহনকারী একটি বড় নৌকায় আগুন ধরে যায় এবং তা কঙ্গো নদীতে উল্টে যায়। মালাঞ্জে গ্রামের কাছে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত ২০৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এর একদিন আগে, বুধবার প্রদেশের বাসাঙ্কাসু এলাকায় একটি মোটরচালিত নৌকা ডুবে অন্তত ৮৬ জন প্রাণ হারান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী ছিলেন। নিখোঁজের সংখ্যার সঠিক হিসাব এখনো জানা যায়নি। স্থানীয় প্রশাসনের প্রাথমিক ধারণা, রাতের বেলায় অতিরিক্ত যাত্রী বোঝাই করায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। তবে দুটি দুর্ঘটনার সঠিক কারণ এবং উদ্ধার তৎপরতা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। একটি স্থানীয় নাগরিক সংগঠন অভিযোগ করেছে, সরকারের অব্যবস্থাপনা ও নজরদারির অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে...