আগামী ১৫ থেকে ২৭ সেপ্টেম্বর শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। শিরোপার স্বপ্ন নিয়ে আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলংকার উদ্দেশে যাত্রা করছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। দেড় মাসের প্রস্তুতি শেষে যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে দল। সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। খেলোয়াড়রা কঠোর পরিশ্রম করেছে এবং তাদের মধ্যে জয়ের মানসিকতা রয়েছে। গোলাম রব্বানী ছোটনবলেন, আমাদের প্রতিপক্ষের দুর্বলতা ও শক্তির দিকগুলো নিয়ে আমরা কাজ করেছি। এবার আমাদের লক্ষ্য একটাই- চ্যাম্পিয়ন হওয়া। গত বছর ভুটানে অনুষ্ঠিত আসরে ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছিল বাংলাদেশ। সেই আক্ষেপ ভুলে এবার ট্রফি জয়ের লক্ষ্যে এগোচ্ছে দল। অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, আমরা গতবারের ফাইনাল হারের কষ্ট ভুলিনি। সেখান থেকে অনেক কিছু শিখেছি।...