ইংল্যান্ড ক্রিকেট দল ২০২৫ সালকে যেন নিজেদের রেকর্ড গড়ার জন্যই বেছে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার চলমান সফরেই দলটির বিপক্ষে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে (৩৪২ রান) জয়ের রেকর্ড গড়েছিল তারা। এবার টি-টোয়েন্টিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩০৪ রানের রেকর্ড গড়ল দেশটি। ৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ১৪৬ রানের ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। যদিও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করে প্রোটিয়ারা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে রেকর্ড গড়ে সিরিজে সমতায় ফেরে ইংলিশরা। এ ম্যাচে দুটি পূর্ণ সদস্য দেশের লড়াইয়ে সর্বোচ্চ ৩০৪ রানের পুঁজি গড়ে ইংল্যান্ড। এর আগে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সর্বোচ্চ রান ছিল ২৬৭। আইসিসির দুটি পূর্ণ সদস্য দেশের টি-টোয়েন্টিতে বাংলাদেশ বিপক্ষে সর্বোচ্চ ২৯৭ রানের...