অতিরিক্ত যাত্রী বহনের কারণে গত কয়েক বছরে বহু নৌকাডুবি দেখেছে মধ্য আফ্রিকার দেশটি। ডি আর কঙ্গোতে এক দিনের ব্যবধানে পৃথক দুই নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। বুধবার ও বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের একুয়েতার প্রদেশে দুর্ঘটনাগুলো ঘটে। দুই দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার। খবর ইনডিপেন্ডেন্টের। ডি আর কঙ্গোর মানবিক সহায়তা বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদেশের লুকোলেলা এলাকায় প্রায় ৫০০ যাত্রী নিয়ে একটি নৌকা আগুন ধরে উলটে যায়। মালাঞ্জে গ্রামের কাছে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। ওই হোয়েলবোট থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর একদিন আগে প্রদেশের বাসাঙ্কাসু এলাকায় একটি মোটরচালিত নৌকা উলটে কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়। আরও পড়ুনআরও পড়ুননাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে,...