বিতর্কিত প্রবালপ্রাচীর স্কারবোরো শোলে চীনের পরিকল্পিত ‘প্রাকৃতিক অভয়ারণ্য’র বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ফিলিপাইন। দেশটির এক শীর্ষ কর্মকর্তা একে দক্ষিণ চীন সাগরের ওই এলাকায় ‘শেষ পর্যন্ত দখলদারির’ অজুহাত বলে অভিহিত করেছেন। চীন গত বুধবার ঘোষণা দেয়, তারা ‘হুয়াংইয়ান দ্বীপের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের বৈচিত্র্য, স্থিতিশীলতা ও স্থায়ীত্ব রক্ষার জন্য’ একটি অভয়ারণ্য গড়ে তুলবে। হুয়াংইয়ান দ্বীপ নামটি বেইজিংয়ের দেওয়া, যা মূলত ওই বিতর্কিত প্রবালপ্রাচীরের শৃঙ্খলকে নির্দেশ করে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রস্তাবিত অভয়ারণ্যটি আট হাজার ৭০৭ একর এলাকাজুড়ে হবে, যেখানে মূল গুরুত্ব দেওয়া হবে প্রবালপ্রাচীরের বাস্তুতন্ত্র রক্ষায়। অন্যদিকে ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের তথাকথিত ‘হুয়াংইয়ান দ্বীপ জাতীয় প্রাকৃতিক অভয়ারণ্য অনুমোদনের কঠোর প্রতিবাদ জানাচ্ছে ফিলিপাইন।’ সংশ্লিষ্ট এলাকায় ফিলিপাইনের সার্বভৌমত্ব রয়েছে দাবি করে বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘চীনের এই বেআইনি ও অবৈধ পদক্ষেপের...