১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি-এর সঙ্গে একসঙ্গে ডিনার করেছেন। এটি কূটনৈতিক সংলাপের একটি গুরুত্বপূর্ণ দিক, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পটভূমিতে। স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে একসাথে রাতের খাবার খান ট্রাম্প ও থানির সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকোফ। কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে এসেছেন ইসরায়েলি বিমান হামলার পর। ওই হামলায় কাতারে অবস্থানরত হামাসের শীর্ষ নেতা লক্ষ্যবস্তু ছিলেন। এই পরিস্থিতিতে ট্রাম্প ও থানির মধ্যে হামলা এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কাতারের ডেপুটি চিফ অব মিশন হামাহ আল-মুফতাহ এক্স-এ লিখেছেন, “মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অসাধারণ ডিনার।” হোয়াইট হাউজও নিশ্চিত করেছে যে ট্রাম্প ও কাতারের প্রধানমন্ত্রী একসঙ্গে ডিনার করেছেন,...