জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে শুক্রবার একটি ঐতিহাসিক প্রস্তাব বিপুল সমর্থনে গৃহীত হয়েছে। বাংলাদেশসহ ১৪২টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মাত্র ১০টি দেশ বিরোধিতা করেছে, আর ১২টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। সাত পৃষ্ঠার এই ঘোষণা তৈরি হয়েছিল গত জুলাইয়ে জাতিসংঘ আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে, যেখানে সৌদি আরব ও ফ্রান্স নেতৃত্ব দেয়। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সম্মেলন বর্জন করেছিল। ঘোষণায় বলা হয়েছে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথে “সুনির্দিষ্ট, সময়সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় পদক্ষেপ” নিতে হবে। এতে হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানানো হয়েছে, আবার একই সঙ্গে ইসরায়েলের গাজায় বেসামরিক মানুষ ও অবকাঠামোর ওপর হামলা, অবরোধ ও ক্ষুধার্ত করার নীতিকেও নিন্দা জানানো হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ প্রস্তাব ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার...