১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০০ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিতর্কিত পাকিস্তানি গায়ক চাহাত ফাতেহ আলী খান। অভিযোগ, ব্ল্যাকবার্নের একটি রেস্তোরাঁয় তার সঙ্গে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। বিষয়টি শুরুতে গোপন থাকলেও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সেই দৃশ্য। আর তাতেই রেস্তোরাঁ কর্তৃপক্ষের ওপর চটে যান চাহাত। ঘটনাটি ঘটে গত ১৯ জুন। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ওইদিন যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের 'পারাঠা স্টপ' নামের একটি পাকিস্তানি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন চাহাত। তার পারফরমেন্স শেষে ভক্তরা ছবি তুলছিলেন। এমন সময়ে মুখোশধারী দুই অজ্ঞাত আচমকা তার মাথায় ডিম ফাটান, আর দৌড়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন চাহাত ফাতেহ আলী খান। পাকিস্তানি একটি সংবাদমাধ্যম বলছে, প্রথমদিকে চাহাত রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে...