এশিয়ার অপরাধজগতের খোঁজখবর রাখলে চার্লস শোভরাজের নামটা আপনার অপরিচিত হওয়ার কথা নয়। তাঁর কুখ্যাতি এমনই যে এখনো একের পর এক সিনেমা–সিরিজ নির্মিত হচ্ছে তাঁকে নিয়ে। সবশেষ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ইন্সপেক্টর জিন্দে’। সিরিজটি মুক্তি উপলক্ষে আলো ফেলা যাক চার্লস শোভরাজের জীবনে। থাকবে তাঁকে নিয়ে নির্মিত সিনেমা সিরিজের কথাও। ‘বিকিনি কিলার’চার্লস শোভরাজকে বলা হতো ‘দ্য সার্পেন্ট’, কারণ, সাপের মতোই তিনি বারবার পুলিশের হাত ফসকে বের হয়ে যেতেন। এ ছাড়া ‘বিকিনি কিলার’ নামেও পরিচিত ছিলেন তিনি। কারণ, ইউরোপ ও আমেরিকা থেকে ভ্রমণে আসা তরুণীদের মাদক খাইয়ে, লুট করে হত্যা করতেন তিনি। সত্তর–আশির দশকে থাইল্যান্ড, ভারত, নেপালসহ বিভিন্ন দেশে তাঁর নামে অন্তত ২০টির বেশি হত্যার অভিযোগ উঠেছিল, তবে আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয় মাত্র তিনটি। আসল সংখ্যা আজও রহস্য। তবে নিশ্চিতভাবে বলা যায়, সংখ্যাটা আরও কয়েক...