১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর ইসরাইল ও যুক্তরাজ্য সফর করবেন। কাতারে ইসরাইলি হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। রুবিওর সফরকে মার্কিন কূটনীতিতে নিরাপত্তা ও যুদ্ধবিরতি সংক্রান্ত অগ্রাধিকার প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফর এ সফরের ঘোষণা দিয়েছে। সফরের মূল উদ্দেশ্য হলো ইসরাইল-হামাস সংঘাত, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারগুলো তুলে ধরা। বিশেষভাবে রুবিও ইসরাইলের নিরাপত্তার প্রতি মার্কিন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন এবং হামাসকে গাজার নিয়ন্ত্রণ নেওয়া থেকে বিরত রাখার জন্য যৌথ লক্ষ্যগুলোর ওপর গুরুত্ব দেবেন। এছাড়া তিনি সব জিম্মিকে ঘরে ফেরানোর বিষয়েও কাজ করবেন। তেল আবিবে অবস্থানকালে রুবিও ইসরাইলি জিম্মিদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করবেন।...