নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল হতে যাচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ছাত্র প্রতিনিধি দুজনসহ কয়েকজন উপদেষ্টাকে বিদায় জানানো হতে পারে। একইসঙ্গে, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে নতুন মুখ আসছে। আগামী এক মাসের মধ্যেই এই পরিবর্তন প্রক্রিয়া শুরু হবে। সরকারের মূল লক্ষ্য তিনটি: নির্বাচনের আগে মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো, বিতর্কিত উপদেষ্টাদের ভাবমূর্তি রক্ষা করা এবং কাজের চাপ বন্টন করা। ঘোষিত ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন এই সরকার নিজেদের কার্যক্রমকে আরও গুছিয়ে নিতে চাইছে। বর্তমানে, ২২ জন উপদেষ্টা ৪১টি মন্ত্রণালয় সামলাচ্ছেন। এর মধ্যে মোহাম্মদ ফাউজুল কবির খান ও শেখ বশিরউদ্দিন শামাচ্ছেন তিনটি করে মন্ত্রণালয়। পাশাপাশি, ১০ জন উপদেষ্টা দুটি করে মন্ত্রণালয় সামলাচ্ছেন। সবচেয়ে বেশি দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। মন্ত্রিসভা বিভাগ, প্রতিরক্ষা,...