অভিনেতা আফরান নিশোর ‘দম’ সিনেমার দৃশ্যধারণ হবে শুটিং হবে মধ্য এশিয়ার কাজাখস্তানের রুক্ষ ভূমিতে। লোকেশন বাছাইয়ে এখন সেখানে আছেন আফরান নিশো, পরিচালক রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্পনির্দেশক শহীদুল ইসলাম। নিশো কাজাখস্তানের একটা লোকেশনে স্ক্রিপ্ট হাতে বসে আছেন-এমন একটি ছবিটি ফেইসবুকে পোস্ট করে রেদওয়ান রনি লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। চরকি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথমে সৌদি আরব ও জর্ডানকে শুটিং লোকেশন হিসেবে ভাবা হলেও শেষ পর্যন্ত কাজাখস্তানেই শুটিং আয়োজন করতে যাচ্ছে ‘দম’ টিম। সত্য ঘটনার অনুপ্রেরণায় গড়ে উঠেছে ‘দম’ সিনেমার গল্প। রনির কথায় ‘দম’ একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। “পাওয়ার অব আ কমন ম্যান নিয়ে কাজ করব। অনেক বছর ধরে এমন গল্পই খুঁজছিলাম, বিশেষত চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে না, দর্শকদের জীবনেও অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।" ‘দম’...