নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট, ঘোষণা করা হয়েছে আগামী নির্বাচনের তারিখ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীকে। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর প্রধান এবং কূটনৈতিক মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এরপর রাষ্ট্রপতির কার্যালয় শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুপারিশে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন এবং আগামী ৫ মার্চ নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করেছেন। নেপালে সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। খবর এএফপির। নেপালে রাজনৈতিক অস্থিরতা এবং বিক্ষোভের ধারা নতুন অন্তর্বর্তী সরকারের পথে সূচনা করেছে। যার হাল ধরেছেন ৭৩ বছর বয়সি সুশীলা...