পিরোজপুরের নাজিরপুর উপজেলার অধিকাংশ যায়গায় নিম্নভূমি। সারা বছরই থাকে জলমগ্ন। উপজেলার নাজিরপুরের প্রত্যন্ত এলাকা দেউলবাড়ী-দোবড়া, কলার-দোয়ানিয়া ও মালিখালী ইউনিয়নের অধিকাংশই বিলাঞ্চল। এখানকার বাসিন্দারা বছরের প্রায় ৬ মাসই থাকেন পানিবন্দি। এক মৌসুমের ফসলে যা আসে তাতে সারা বছর অভাব-অনটনের মধ্যে থাকতে হয়। তবে তাদের বিকল্প আয়ের পথ খুলে দিয়েছে এ ভাসমান সবজি চাষ। তবে, আধুনিক যুগে এ পেশা লাভজনক হওয়ায় সহস্রাধিক কৃষক এ পদ্ধতিতে সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। বর্তমানে এ উপজেলায় অন্তত ১৮০ হেক্টর জলাশয়ে ভাসমান সবজি চাষ হচ্ছে। দুইশ বছরেরও আগে থেকে চলে আসা এ বিরল কৃষি পদ্ধতির চাষ দেশ ছাপিয়ে বিশ্ব স্বীকৃতি অর্জন করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) থেকে আনুষ্ঠানিকভাবে ওই স্বীকৃতিপত্র বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। কৃষি বিশেষজ্ঞরাও বর্তমানে জলমগ্ন ভূমিতে এ ধরনের...