দীর্ঘদিন ধরে ঢাকা বায়ুদূষণের কবলে, বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। তবে সম্প্রতি শহরটির বায়ুমান কিছুটা উন্নতির দিকে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩৫তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। এদিকে, একই সময়ে ১৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। এ ছাড়া ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, সমান স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো, ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল এবং পঞ্চম অবস্থানে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৪২। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১...