১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৩ এএম যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক চার্লি কার্ককে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক মহল ক্ষতিগ্রস্ত এবং দেশের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্নও উঠে এসেছে। গত বুধবার উটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় চার্লি কার্ককে গুলিতে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য সন্দেহভাজন হিসেবে ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে আটক করা হয়েছে। উটাহর গভর্নর স্পেন্সার জে কক্স জানিয়েছে, রাজনৈতিক কারণেই রবিনসন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কার্কের মতবাদের চরম বিরোধী হিসেবে তিনি হত্যার পরিকল্পনা করেছিলেন। টাইলার রবিনসনের বাবা ও এক বন্ধুর সহায়তায় রবিনসনকে গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। হত্যায় ব্যবহৃত রাইফেলটির প্রতিটি বুলেটের খোসায় বিভিন্ন কথা খোদাই করা ছিল। একটি...