মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে। কৌশলে দুই নারীকে মাদক সেবন করানোর পর একজনকে নির্যাতনের অভিযোগে পুলিশি তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি। ইংলিশ গণমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’ শুক্রবার জানিয়েছে, চলতি বছরের জুনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের একটি পাব (পানীয়ের দোকান) এ এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ দায়েরের পর চল্লিশ বয়সী অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে স্কটল্যান্ড মেট্রোপলিটন পুলিশ। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থল ছিল এসডব্লিউ৬ এলাকা, যা ফুলহ্যাম এবং পার্সন্স গ্রিনকে অন্তর্ভুক্ত করে। তবে এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই ক্রিকেটারের নামও গোপন রাখা হয়েছে। মেট্রোপলিটন পুলিশ ক্রিকইনফোকে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘২২ মে, বৃহস্পতিবার এলাকার একটি পাব-এ ঘটে যাওয়া দুই নারীর পানীয়তে মাদক মেশানো এবং এক...