গাজায় নিরাপদ আশ্রয় পেতে ব্যর্থ হয়ে ঝুঁকিপূর্ণ এলাকাতেই ফিরে আসছে ফিলিস্তিনিরা। যেখানে অনবরত হামলা চালাচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আইডিএফ)। এদিকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাজা সিটি ছাড়লেও গন্তব্য জানা নেই আরেকদল ফিলিস্তিনির। রাস্তায় রাত কাটাচ্ছে অনেকে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গাজা সিটি দখলের অংশ হিসেবে লিফলেট বিতরণের মাধ্যমে সেখানকার বাসিন্দাদের অঞ্চলটি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। যেখানে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বসবাস করছে। উপত্যকার দক্ষিণাঞ্চলের আল-মাওয়াসির একটি এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। যেটি এরই মধ্যে বাস্তুচ্যুতদের দ্বারা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এতে নতুন করে আর কেউ সেখানে আশ্রয় নিতে পারছে না। এমন অবস্থায়, ঝুঁকিপূর্ণ এলাকাতেই ফিরে আসছে ফিলিস্তিনিরা। যেখানে অনবরত হামলা চালাচ্ছে আইডিএফ। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি দুদিন ধরে রোদে অবস্থান করছিলাম এবং কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না।...