শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ এবং চান্দিনা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে ওই মিছিল করে তারা। শুক্রবার দিনব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওই মিছিল ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাইফুদ্দিন সুজনের নেতৃত্বে মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার বহন করে এই স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত গতিতে মহাসড়ক পাড়ি দিচ্ছে নেতাকর্মীরা। এ বিষয়ে চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম জানান, ঝটিকা মিছিলের একটি ভিডিও পেয়েছি। কিন্তু মহাসড়কের চান্দিনা অংশে মিছিলটি হয়েছে কিনা এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একজন ছেলেকে আমরা শনাক্ত করেছি। তার বাড়ি চান্দিনায়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রক্রিয়া চলমান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা...