কে জানে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ ব্যাটসম্যানদের ওপর গতকাল শুক্রবার কী ভর করেছিল! সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল সল্ট-জস বাটলাররা যেভাবে ব্যাট চালিয়েছেন, এটাকে স্রেফ টি-টোয়েন্টি মনে হয়নি। মনে হয়েছে ইংলিশ ব্যাটসম্যানরা যেন ভিডিও গেমের নেশায় মেতেছেন! মারকাটারি ব্যাটিংয়ে মার্কো ইয়ানসেন, রাবাদা, উইলিয়ামসদের তুলোধোনা করে একের পর এক বল সীমানা ছাড়া করেছেন সল্ট-বাটলাররা। ব্যাটসম্যানদের তাণ্ডবে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে এভারেস্টসম ৩০৪ রানের তোলে ইংল্যান্ড। যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সাপেক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ। সে রান পাহাড়ে চাপা পড়ে পিষ্ট সাউথ আফ্রিকা পরে গুটিয়ে গেছে ১৫৮ রানে। তাতে ১৪৬ রানের জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ইংলিশরা। আগামীকাল নটিংহামের ট্রেন্ট ব্রিজে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ইংল্যান্ডকে রেকর্ড সংগ্রহ এনে দেওয়ার পথে সবচেয়ে বড় অবদান...