হংকংয়ের বিপক্ষে সাত উইকেটে জেতার পরও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে অনেকে সন্তুষ্ট হতে পারছেন না। এশিয়া কাপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে আরও দাপুটে পারফরম্যান্স আশা করেছিলেন অনেকে। ডেথ-গ্রুপে থাকা বাংলাদেশের আজ কঠিন পরীক্ষা। প্রতিপক্ষ শ্রীলংকা। দুদলের সবশেষ দেখায় বাংলাদেশ সিরিজ জিতেছে শ্রীলংকায়। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবশেষ ১০ বছরে কম রানরেট নিয়ে লড়াই চলছে বাংলাদেশ, শ্রীলংকার মধ্যে। ২০১৫ থেকে ২০১৯ সালের শেষেরদিকে র্যাংকিংয়ে বাংলাদেশ অষ্টম এবং শ্রীলংকা দশম স্থানে ছিল। ২০২০ সাল থেকে শ্রীলংকা অষ্টম এবং বাংলাদেশ দশম স্থানে। ২০২৪ সালের শুরু থেকে শ্রীলংকা অষ্টম এবং বাংলাদেশ নবম স্থানে রয়েছে। রানরেটে তাদের উপরে আফগানিস্তান। এই তিন দলের শক্তি-সক্ষমতা প্রায় কাছাকাছি। তিন দলই এশিয়া কাপে একই গ্রুপে। শ্রীলংকা ও বাংলাদেশের ম্যাচ আলাদা উত্তাপ ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে...