ম্যানচেস্টারের আকাশে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে যেন ক্রিকেটের আতশবাজিই ফেটে পড়েছিল। যে খেলাটিকে আমরা ‘টি-টোয়েন্টি’ বলে জানি, সেটির সীমা যে এখনও কতদূর বাড়তে পারে তারই প্রমাণ দিল ইংল্যান্ড। মাত্র ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা জমা করল অবিশ্বাস্য ৩০৪ রান! এমন রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা যেন শুরু থেকেই স্রোতের বিপরীতে দাঁড়ানো এক নৌকা। শেষ পর্যন্ত ১৫৮ রানে গুটিয়ে গিয়ে ১৪৬ রানের বিশাল হারে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। সিরিজ এখন সমতায় (১-১)। তাতে রোববারের লড়াই হয়ে উঠেছে অঘোষিত ফাইনাল।আরো পড়ুন:ইতিহাস গড়ে এসএ২০ তে সবচেয়ে দামী ক্রিকেটার ব্রেভিসশেষ ম্যাচে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয় দিনটা যে ফিল সল্টের, তা শুরু থেকেই বোঝা যাচ্ছিল। মাত্র ৩৯ বলে শতক পূর্ণ করে ইংলিশ ওপেনার ভেঙে দিলেন লিয়াম লিভিংস্টোনের রেকর্ড। শেষ পর্যন্ত ৬০ বলে...