টস জিতে বোলিং নিয়ে এইডেন মার্করাম বললেন, “উইকেটে আর্দ্রতা মিলবে বলে আশা করি।” টস হেরে হ্যারি ব্রুক বললেন, ‘আশা করি উইকেটে স্পিন ধরবে।’ কিন্তু এরপর যা হলো, তা শুধু দুই অধিনায়কই নয়, ভবনার সীমানা পেরিয়ে গেল হয়তো সবার। ওল্ড ট্র্যাফোর্ডের ২২ গজকে যেন প্লেস্টেশনে রূপ দিলেন ইংলিশ ব্যাটসম্যানরা। তাদের রানের প্লাবন আর রেকর্ডের জোয়ারে ভেসে গেল দক্ষিণ আফ্রিকা। ওল্ড ট্র্যাফোর্ডে শুক্রবার তিনশ রানের সীমানা ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড। ফিল সল্ট, জন বাটলারদের ব্যাটিং তাণ্ডবে ইংল্যান্ড ২০ ওভারে তোলে ৩০৪ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনশ রানের তৃতীয় স্কোর এটি। তবে আইসিসি পূর্ণ সদস্য দুই দেশের লড়াইয়ে এটিই প্রথম। পেছনে পড়ে যায় বাংলাদেশের বিপক্ষে ভারতের ২৯৭। রেকর্ড ছোঁয়া ৩০ বাউন্ডারির সঙ্গে ইংলিশদের ইনিংসে ছক্কা ছিল ১৮টি।...