১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৩ এএম পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে চাঁদের অবস্থান বিরল এক দৃশ্যের জন্ম দিয়েছে সউদী আরবে। হাজার হাজার মুসল্লি সরাসরি এ দৃশ্য প্রত্যক্ষ করেছেন, যা একই সঙ্গে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। বিজ্ঞানীরা একে মহাবিশ্বের গতিপথ ও গণনার নিখুঁততার প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মক্কায় ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার একদম ওপরে চলে আসে। এ দৃশ্যকে বলা হচ্ছে এক অনন্য মহাজাগতিক ঘটনা। সউদী জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি জানায়, এই অবস্থান প্রমাণ করে যে চাঁদ ও অন্যান্য গ্রহ-নক্ষত্রের গতিপথ গণনা করার ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান কতটা নিখুঁতভাবে কাজ করে। একই সঙ্গে, সারা বিশ্বের মুসলমানরা এর মাধ্যমে নামাজের দিক অর্থাৎ কিবলা নির্ধারণ আরও নির্ভুলভাবে করতে পারবেন। সউদী প্রেস এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে...