গাইবান্ধার এরেন্দাবাড়ী গ্রামের কৃষক শাহাদাত হোসেন। ৩৩ শতাংশ জমিতে চাষাবাদ করেন তিনি। তবে চাষের মাটি তৈরি, আবহাওয়া ও কী ধরনের ফসলের চাষ করবেন, তা নিয়ে সব সময় দ্বিধায় ভোগেন। সেই সঙ্গে চাষের খরচ জোগাতে চড়া সুদে নেওয়া ঋণের চাপ তো আছেই। এভাবেই চলছিল কৃষক শাহাদাত হোসেনের কৃষকজীবন। ২০২৩ সালে স্থানীয় এক বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে পরিচয় হয় ডিজিটাল কৃষি তথ্য ও পরামর্শ সেবাদাতা স্টার্টআপ প্রতিষ্ঠান ‘অঙ্কুর’–এর সঙ্গে। অঙ্কুরের নানা সেবা বদলে দেয় শাহাদাত হোসেনের কৃষকজীবন। শাহাদাত হোসেনের মতো অনেক কৃষকের অনেক কাজকে সহজ করে দিয়েছে অঙ্কুর। চাষের জমির মাটি পরীক্ষা করে অঙ্কুর জানিয়ে দেয়, ‘বারি হাইব্রিড ভুট্টা-১০’ জাতের ভুট্টার চাষই শাহাদাত হোসেনের জমির জন্য সবচেয়ে উপযুক্ত। সেই সঙ্গে জানিয়ে দেয়—বীজ, সার, কীটনাশক থেকে শুরু করে ছত্রাক দমনে খরচ হবে মোট...