ভোট গ্রহণ শেষ হওয়ার পর দ্বিতীয় রাতও পেরিয়ে গেছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা করতে পারেনি নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৫টা (কিছু হলে রাত সাড়ে ৭টা পর্যন্ত) ভোটগ্রহণ চলে। এরপর রাত ১০টার পর সিনেট ভবনে ভোট গণনা শুরু হয়। প্রায় ৪০ ঘণ্টা পরও গণনা শেষ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিরক্তি ও ক্ষোভ তৈরি হয়েছে। শনিবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় সংসদের ২১টি হলের মধ্যে ১৪টির ফলাফল গণনা শেষ হয়েছে। বাকিগুলো এখনো বাকি। প্রধান নির্বাচন কমিশনার শুক্রবার রাতেই ফল ঘোষণা করার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। প্রায় ১২ হাজার শিক্ষার্থীর মধ্যে ৬৮ শতাংশ ভোট দিয়েছেন। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের জন্য তিনটি করে ব্যালটে ভোট দেওয়ায় প্রায় ২৪ হাজার ব্যালট গণনা...