ফুটবলে কোচদের চাকরির অনিশ্চয়তা কতটা, সেটা বোঝাতে মজার একটা উক্তি বেশ প্রচলিত–কোচ দুই ধরনের, একজন যিনি চাকরি হারিয়েছেন, আরেকজন যিনি হারাতে যাচ্ছেন। নেপালে প্রধানমন্ত্রীর পদের জন্যও সম্ভবত কথাটা খেটে যায়। ২০০৮ সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে এ পর্যন্ত ক্যালেন্ডারে যাপিত বছর আর নেপালের প্রধানমন্ত্রীর পদে পরিবর্তনের সংখ্যা যে প্রায় কাছাকাছি! ১৭ বছরে ১৪ বার প্রধানমন্ত্রিত্বে বদল দেখেছে নেপাল, একজন প্রধানমন্ত্রীও পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারেননি। কিন্তু এবারের মতো পরিবর্তন এর আগে হয়নি। এর আগে যত বদল হয়েছে প্রধানমন্ত্রিত্বে, তার বেশির ভাগই কোয়ালিশন সরকারে সঙ্গীদের সমর্থন হারিয়ে ফেলায়। কয়েক দফা বদল হয়েছে সাংবিধানিক প্রয়োজনে। দু-একবার হাইকোর্টের রায়ে। রাজপথে উত্তেজনা ছড়ানোর জেরে সরকারের পতন এর আগেও চারবার হয়েছে, যার মধ্যে দুটি এবার আন্দোলনের মুখে পদত্যাগ করে সেনাবাহিনীর আশ্রয়ে যাওয়া প্রধানমন্ত্রী কে...