এশিয়া কাপ শুরুর চার দিন হয়ে গেছে। এতদিন ম্যাচগুলো হয়েছে স্রেফ একতরফা। দুর্বল প্রতিপক্ষদের গুঁড়িয়ে বড় দলগুলো জিতেছে প্রত্যাশিতভাবেই। ভারত, বাংলাদেশ, আফগানিস্তান—তিন দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। আজ শনিবার দেখা যাবে শক্তিমত্তায় প্রায় সমান সমান দুই দলের লড়াই—বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। অনেকের মতে, এটাই চলতি এশিয়া কাপের প্রথম হাইভোল্টেজ ম্যাচ। গত এক দশকে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দুই দলই সমান ৮টি করে ম্যাচ জিতেছে। সাম্প্রতিক সময়ে অবশ্য বাংলাদেশই এগিয়ে—গত জুলাইয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে টাইগাররা, তার আগে ২০২৪ টি২০ বিশ্বকাপেও শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচগুলোতে শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে দেওয়াই ছিল বাংলাদেশের মূল সাফল্য। অন্যদিকে, লঙ্কানরা এখনও ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে চেষ্টা করছে—দুই সপ্তাহ আগেই তারা জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৮০ রানে গুটিয়ে গিয়েছিল। বাংলাদেশের জন্য বাড়তি...