চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান উভয় দলই বিধ্বংসী জয় দিয়ে শুরু করেছে এশিয়া কাপ। আগামীকাল রবিবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। পুরো ক্রিকেটবিশ্বের নজর থাকবে দুবাইয়ে। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বিশ্বাস প্রকাশ করেছেন যে, কিছু দুর্বলতা থাকলেও শক্তিশালী ভারতের বিপক্ষে সালমান আগার দল দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। সামরিক উত্তেজনার পর ভারত-পাকিস্তানের এটি প্রথম মুখোমুখি লড়াই, যা ঘিরে বৈশ্বিক আগ্রহ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ম্যাচের টিকিট ইতোমধ্যেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে তারা ২১ ম্যাচের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই তারা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে গুঁড়িয়ে দেয়। অন্যদিকে, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে চাঙ্গা মেজাজেই এশিয়া কাপে প্রবেশ করেছে...