মিরপুরের নাফিয়্যিন ইন্টারন্যাশনাল একাডেমি প্রাঙ্গণে গতকাল শুক্রবার দিনব্যাপী এক প্রাণবন্ত অভিনয় ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় নবাগত শিল্পীরা অভিনয় ও আবৃত্তির নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি ইয়াকুব বিশ্বাস এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ বান্না। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমি (বিসিএ)-এর সভাপতি আবেদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএ’র সহ-সভাপতি সবুজ চৌধুরী কচি। প্রশিক্ষণ সেশনে নাট্যাভিনয়ের ওপর প্রশিক্ষণ দেন দেশের খ্যাতিমান নাট্যশিল্পী কল্লোল শরিফী এবং আবৃত্তির ওপর প্রশিক্ষণ দেন বিশিষ্ট আবৃত্তিকার ও বাচিক শিল্পী মৃন্ময় মিজান। দিনব্যাপী এই কর্মশালায় অভিনয়, উচ্চারণ, আবৃত্তির টেকনিক, সংলাপ বলার কৌশল, মঞ্চে চলাফেরা, আবেগ প্রকাশসহ নানা বিষয়ে ব্যবহারিক শিক্ষা...