যে কোনো দেশের জন্যই কর্মক্ষম মানুষের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান না থাকা কিংবা বেকারত্বের ক্রমবর্ধমান প্রবণতা কোনো ইতিবাচক লক্ষণ নয়। বরং তা উদ্বেগের। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন বলছে, দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে; বেড়েছে বেকারের সংখ্যা। উচ্চশিক্ষিতদের মধ্যেও এ চিত্র হতাশাব্যঞ্জক।বৃহস্পতিবার প্রকাশিত বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে বেকারের হার বেড়ে ৩ দশমিক ৬৫ শতাংশ হয়েছে; যা গত বছর ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ। ২০২৪ সাল শেষে দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯০ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৬০ দশমিক ৯০ শতাংশ। এদিকে ২০২৪ সাল শেষে দেশের ৫ কোটি ৫০ হাজার মানুষ শ্রমশক্তির বাইরে রয়েছে, যা ২০২৩ সালে ছিল ৪ কোটি ৭১ লাখ ৭০...