বাংলাদেশের মঞ্চনাট্যে আবারও ফিরে এলেন বার্টোল্ট ব্রেখট। তার কালজয়ী নাটক Die Ausnahme und die Regel-এর অনুবাদ ‘ব্যতিক্রম ও নিয়ম’ গতকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ করল প্রাচ্যনাট। শহিদুল মামুনের অনুবাদ ও আজাদ আবুল কালামের নির্দেশনায় এটি প্রাচ্যনাটের ৪৩তম প্রযোজনা।নাটকের কেন্দ্রে রয়েছেন সিন্দবাদ নামের এক বণিক, যিনি ব্যবসার খোঁজে বেরিয়েছেন বিপদসংকুল যাত্রায়। মরুভূমি, খরস্রোতা নদী আর অনিশ্চিত পথ পেরিয়ে তাকে পৌঁছাতে হবে কাঙ্ক্ষিত গন্তব্যে। তার সঙ্গে রয়েছেন এক সাদাসিধে, পরিশ্রমী মজুর ও এক স্থানীয় গাইড। কিন্তু বণিক ক্রমেই হয়ে ওঠেন আত্মকেন্দ্রিক ও সন্দেহপ্রবণ। মনে মনে ভাবেন, তার সঙ্গীরা তার অর্থ ও দলিলপত্র নিয়ে পালিয়ে যেতে পারে। এক সময় তিনি গাইডকে বরখাস্ত করেন। তখন যাত্রাসঙ্গী থাকে শুধু মজুর।যাত্রাপথে তীব্র গরমে যখন বণিক প্রায় মূর্ছিত হয়ে পড়েন, মজুর দয়া করে...