মেষ রাশির জাতক-জাতিকা, এই সপ্তাহ আপনার জন্য যেন এক নতুন শুরুর বার্তা নিয়ে এসেছে। কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ সবার নজর কাড়বে। আপনার ভেতরের শক্তি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পুরোনো কোনো পরিকল্পনা, যা এত দিন বাস্তবায়িত হয়নি, তা এবার বাস্তব রূপ পেতে শুরু করবে।পারিবারিক জীবনে মাঝেমধ্যে আবেগের টানাপোড়েন দেখা দিতে পারে, তবে হতাশ হবেন না। একটু ধৈর্য ধরলে ও শান্তভাবে পরিস্থিতি সামলালে সব জটিলতা কেটে যাবে। পরিবারে শান্তি বজায় রাখতে আপনার বোঝাপড়া খুব জরুরি।আর্থিক দিকে নতুন কোনো সুযোগ আসতে পারে, যা আপনার জন্য লাভজনক হবে। তবে আয়ের পাশাপাশি ব্যয়ের দিকেও নজর রাখা প্রয়োজন। কোনো অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকলে আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। এ সপ্তাহে আপনার মনটা হবে রোলার কোস্টারের মতো। এই ওপরে তো পরক্ষণেই নিচে।...