আজ শনিবারের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, এর প্রভাবে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপটি উপকূলের দিকে এগিয়ে এলে, ভারতের অন্ধপ্রদেশ ও উড়িষ্যায়ও বৃষ্টি হবে। সেই সঙ্গে দেশের খুলনা ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। লঘুচাপের প্রভাবে, ঢাকা ও রাজশাহীতে মাঝারি থেকে ভারী বৃষ্টির হতে পারে। এছাড়া ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও...