রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও এক্সে প্রচার না করতে আদেশ দেন। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত বক্তব্য অতিদ্রুত সরাতেও আদেশ দেন আদালত। কিন্তু আদালতের এই আদেশ গত দশ মাসেও পুরোপুরি বাস্তবায়ন হতে দেখা যায়নি। এখনো আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এ দেশে উন্মুক্তই আছে। সেখানে প্রচার হচ্ছে শেখ হাসিনার বক্তব্যও। সরকারবিরোধী নানা তথ্যও উপস্থাপিত হচ্ছে সেখানে। এগুলো দেখছে এবং শেয়ার করছে লাখ লাখ মানুষ। এসব বিষয়ে সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানের কোনো মাথাব্যথা আছে বলে দৃশ্যমান হচ্ছে না। তবে গত ২২ আগস্ট দৃশ্যমান হয়েছে গণমাধ্যম বিষয়ে সরকারের বক্তব্য। ওইদিন সরকার বিবৃতি দিয়ে যা জানিয়েছে, তার সার কথা হচ্ছে—কোনো গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার...