বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের অন্যতম ভোকালিস্ট শাহনুর রহমান লুমিন, যিনি শ্রোতা দর্শকের কাছে শুধু ‘লুমিন’ নামেই পরিচিত। নিজের ব্যান্ড দলের বাইরে তিনি কয়েক বছর ধরে নিজের একক গান প্রকাশেই মনোযোগ দিচ্ছেন বেশি। সর্বশেষ তার কণ্ঠে ‘কে’ গানটি প্রকাশ পেয়েছিল। আর গত ১১ সেপ্টেম্বর প্রকাশ পেল তার কণ্ঠে আরও একটি নতুন একক মৌলিক গান ‘ফিরে এসো’। গানটি লিখেছেন ও মিউজিক করেছেন অটমুনাল মুন। গানটির মিউজিক ভিডিওর ভাবনা ও নির্দেশনায় ছিলেন রাজীব হোসেইন। আর এ মিউজিক্যাল ফিল্মটির নেপথ্যে থেকে সর্বাত্মক সহযোগিতা করেছে রাজধানীর মহাখালীতে অবস্থিত ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। তারই আহ্বানে এবং তার নিমন্ত্রণে মূলত গত বৃহস্পতিবার রাজধানীর শাহীনবাগে অবস্থিত একটি অভিজাত হোটেলে লুমিনের মিউজিক্যাল ফিল্ম ‘ফিরে এসো’র প্রিমিয়ার হয়।নাহিদা আফরোজ সুমীর উপস্থাপনায় বিকেলে...