১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ এএম ম্যাচের ফল নিয়ে তেমন সন্দেহ ছিল না। দেখার ছিল জয়-পরাজয়ের ব্যবধান। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ওমানের বিপক্ষে প্রত্যাশিত বড় জয় দিয়েই এশিয়া কাপের ১৭তম আসর শুরু করেছে পাকিস্তান। দুবাইয়ে ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার রাতে ৯৩ রানে জিতেছে পাকরা। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় পাকিস্তান। খালি হাতে সাজঘরে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। দ্বিতীয় উইকেটে ৬৪ বলে ৮৫ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ও উইকেটরক্ষক মোহাম্মদ হারিস। ২৯ রানে ফারহান ফিরলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন হারিস। দলীয় রান ১শ’ পার করে আউট হন হারিস। ৭টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৬৬ রান করেন তিনি। মিডল অর্ডারে...