১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ এএম বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকারের দ্বারপ্রান্তে তাসকিন আহমেদ। আর মাত্র ৪ উইকেট শিকার করলেই টি-টোয়েন্টিতে ১শ উইকেট পূর্ণ হবে এই ডানহাতি পেসারের। এমন পরিসংখ্যানে দাঁড়িয়ে আবু ধাবিতে এশিয়া কাপের ১৭তম আসরে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ শিকারি সাকিব। তালিকার দ্বিতীয় স্থানে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ১১৪ ম্যাচে ১৩৯ উইকেট নিয়েছেন তিনি। ২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। এরপর...