আমার জীবনটা মন্দ কাটেনি। লড়াই করেছি, মজা করেছি—সব মিলিয়েই বেশ কেটেছে।জেসন ও আমি কোনো রাজকীয় পরিবারে জন্মাইনি, কিন্তু মা-বাবা আমাদের কখনো কিছুর অভাব বোধ করতে দেননি। ভদ্রতা আর ভালো জীবনযাপনের মূল্যটা ছোটবেলা থেকেই বুঝিয়ে দিয়েছেন।এই বইয়ে আমি চেষ্টা করেছি নিজের গল্পগুলো সৎভাবে বলতে। আশা করি, তাতে পাঠকেরা আমার জীবনের কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন। আমি কারও দুর্দশা বা যন্ত্রণার কারণ হইনি কখনো। তবে মজা করতে ভালোবাসি। জীবন তো আর কিছুর রিহার্সাল নয়! এই বই লিখতে গিয়ে কিছু এমন বিষয় সামনে এসেছে, যেগুলো হয়তো আগে ভুলভাবে বোঝা হয়েছিল। মার্কের (মার্ক নিকোলাস, শেন ওয়ার্নের আত্মজীবনীর সহলেখক) সঙ্গে এক বছর ধরে এই গল্পগুলো নিয়ে কাজ করতে গিয়ে নিজেকেও নতুন করে আবিষ্কার করেছি। মার্ক একদিন আমাকে জিজ্ঞেস করেছিল, আমি কি ক্রিকেট খেলাটা বদলে দিয়েছি?...